Home / চাঁদপুর / তরপুরচন্ডী ও বাগাদী ইউপিতে জেলেদের চাল বিতরণ
তরপুরচন্ডী ও বাগাদী ইউপিতে জেলেদের চাল বিতরণ

তরপুরচন্ডী ও বাগাদী ইউপিতে জেলেদের চাল বিতরণ

মার্চ-এপ্রিল দু’মাস চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা রক্ষা কার্যক্রমে অভয়আশ্রম ঘোষণা করেছে সরকার। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজেন্ডার পর্যন্ত এ ১শ’ কি.মি. মেঘনা নদীতে সকল প্রকার মাছধরা নিষিদ্ধ করা হয়েছে।

অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলে পরিবারের সহায়তাস্বরূপ তাদেরকে সহযোগিতায় সরকারি উদ্যোগে চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ এপ্রিল ) দিনভর চাঁদপুর সদরের তরপুরচন্ডী- বাগাদী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।

চেয়ারম্যান.মেম্বার ও সচিবগণ উপস্থিত থেকে জেলেদের মাঝে এ চাল বিতরণ করেন। চাল বিতরণ কালে পরিদর্শন করেন সদরের নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা ত্রাণ ও পূণবাসন কর্মকর্তা নাছির উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সচিব তাসলিমা,টেক অফিসার জুলেখা,বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজী, টেক অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, তরপুরচন্ডী ইউনয়নে ৯শ’৩৭ জন ও বাগাদী ইউনিয়নে ৩শ’৭৮ জন জেলেকে ৪০ কেজি করে চাল প্রদান করা হয়।

আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৩৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৭,মঙ্গলবার
এজি

Leave a Reply