Home / উপজেলা সংবাদ / তরপুরচন্ডীতে মজিব কাজীর চশমা প্রতীকে গণসংযোগ
তরপুরচন্ডীতে মজিব কাজীর চশমা প্রতীকে গণসংযোগ

তরপুরচন্ডীতে মজিব কাজীর চশমা প্রতীকে গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক পেয়েছেন মোঃ মজিবুর রহমান (মজিব) কাজী।

সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার রিটানিং অফিসারের কাছ থেকে তিনি চশমা প্রতীকটি গ্রহণ করেন।

অন্য কোনো প্রার্থী এই প্রতীক না চাওয়ায় রির্টানিং অফিসার তাকে এই প্রতীক বরাদ্ধ দেন।

প্রতীক পাওয়ার পরেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিব কাজী ইউনিয়নের জনগণকে সাথে নিয়ে চশমা মার্কার প্রতীকটি নিয়ে গণসংযোগ শুরু করেন।

||আপডেট: ০৯:০৪ অপরাহ্ন, ১৪ মার্চ ২০১৬, সোমবার

এমআরআর