Home / উপজেলা সংবাদ / তরপুরচন্ডীতে মজিব কাজীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন
তরপুরচন্ডীতে মজিব কাজীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

তরপুরচন্ডীতে মজিব কাজীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মজিবুর রহমান মজিব কাজীর চশমা মার্কার ২টি নির্বাচনী অফিসের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাশেম বাজার ও সন্ধ্যায় ২ নং ওয়ার্ড সেনের দিঘীর পাড় এলাকায় দোয়া ও মিলাদের মাধ্যমে নির্বাচনী অফিসের কার্যক্রম শুরু করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. শরিফ মজুমদার।

দোয়া ও মিলাদ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ মজিবুর রহমান মজিব কাজী বলেন, আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদের মাধ্যমে আমার চশমা মার্কার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করা হালা। ইউনিয়নবাসী সুখে দুখে আমি সব সময় কাজ করে করেছি তা আপনাদের জানা আছে। কিন্তু এ ইউনিয়নের প্রতিনিধিত্ব করার জন্যই চেয়ারম্যান পদে চশমা মার্কায় আপনাদের দোয়া ও সমর্থনের জন্য এসেছি। ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন থাকলে নির্বাচনে চশমা মার্কা ভোট দিয়ে জয়জুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

দোয়া ও মিলাদে ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

: আপডেট ০৯:৩০ পিএম, ১৫ মার্চ ২০১৬, মোঙ্গলবার
ডিএইচ