Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / তরপুরচন্ডীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা সংস্কার
জামায়াতে

তরপুরচন্ডীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা সংস্কার

নতুন দৃষ্টান্ত স্থাপন করলো চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তরপুরচন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জমাদ্দার বাড়ী সংলগ্ন ব্রীজের দুই পাশে রাস্তা আরসিসি ঢালাই কাজ করে পাকা রাস্তা তৈরি করে দিয়েছে। দীর্ঘ দিন থেকে এই রাস্তাটি ভঙ্গুর অবস্থায় ছিলো। এতে মানুষের যাতায়াতে নিদারুন দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি কোন কর্তৃপক্ষ সংস্কার না করায় ইউনিয়ন জামায়াত ও শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। অবশেষে রাস্তাটি সংস্কার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উল্যাস ছড়িয়ে পড়ে। এজন্য তারা জামায়াতের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্প্রতি রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়। রাস্তা সংস্কার কাজে অগ্রণি ভূমিকা রেখে উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ওয়্যেল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর বন্দুকসী, শ্রমিক নেতা ইমরান খান, আল-আমিন গাজী, তাজুল ইসলাম, আল আমিন প্রমুখ।

জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর তরপুরচন্ডী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইউনিয়নে আরো বেশ কয়েকটি রাস্তা সংস্কার করে এভাবেই মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এমন কার্যক্রমে সাধারণ মানুষ জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানা। এসময় উপস্থিত সাধারণ মানুষ, জামায়াতে ইসলামীকে সত্যিকারের একটি দেশপ্রেমিক দল হিসেবে উল্লেখ করেন।

স্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২৫