চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে এক সস্তানের জননীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
নিহত গৃহবধূ ওই এলাকার খোরশেদ গাজীর স্ত্রী বিথী বেগম (২০)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের গাজী বাড়ির জলিল গাজীর মেয়ে বিথীর সাথে তরপুরচন্ডী গ্রামের মৃত জাফর গাজীর ছেলে খোরশেদ গাজীর সাথে প্রায় তিন বছর পূবে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘটে একটি দেড় বছরের শিশু সন্তান রয়েছে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে শাশুড়ি ও দেবরের যন্ত্রণায় প্রায়ই ঝগড়া সৃষ্টি হতো। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়।
ঘটনার বিবরণ দিয়ে থানা প্রাঙ্গণে গৃহবধূর বাবা খোরশেদ গাজী চাঁদপুর টাইমসকে জানায়, ‘মেয়েকে হত্যার পর অসুস্থের নাম করে চাঁদপুর হাসপাতালে নিয়ে এসেছে বলে আমাকে খবর দেয়া হয়। আমরা সেখানে এসে মেয়েকে পাইনি। পরে গিয়ে শুনি তাকে রশিতে ঝুলিয়ে রেখেছে কিছুক্ষণ। আমি লাশকে দু’ঘরের মাঝখানে ফেলে রাখতে দেখেছি।’
এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপরে উপ-পরিদর্শক (এসআই) মামুন গণমাধ্যমকে বক্তব্য দিতে অপরাগত প্রকাশ করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার করার প্রস্তুতি চলছে।
স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৫০ পিএম, ২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ