দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চাঁদপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য বদিউজ্জামান কিরণ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৫ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur