সারাদেশ

কুমিল্লার তনু হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা বদল

একটির পর একটি ইস্যুর নিচে চাপা পড়ে হারিয়ে যাওয়া তনু হত্যার ঘটনা আবার আলোচনায় এলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু।

এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তিনি এ দায়িত্ব নেন।

এর আগে গত ১ এপ্রিল থেকে এ মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইবরাহীম।

চলতি বছরের ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের কাছের ঝোপ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ মার্চ তাঁর বাবা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ১ এপ্রিল থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি।(উৎস প্রথম আলো)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share