তনু হত্যার বিচার দাবি : চাঁদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও মৌন মিছিল

সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি ও মৌন মিছিল অব্যাহত রয়েছে।

২৯ মার্চ বুধবার পুরাণবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি ও মৌন মিছিল বের করে।

এদিন বেলা ১১টায় কলেজের সামনের মানব বন্ধন শেষে একটি মৌন মিছিল নিয়ে নতুন বাজার- পুরাণবাজার সেতু পার হয়ে শহরের শপথ চত্ত্বরে এসে পূনরায় মানবন্ধনে মিলিত হয়। শিক্ষার্থীরা এ সময় ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’, ‘ফাঁসি, ফাঁসি- ফাঁসি চাই, তনুর হত্যাকারির ফাসি চাঁই, ‘সমাজকে নিরাপদ করো, আমার- বোনকে রক্ষা করো’ এমনসব শ্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড প্রদর্শন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, তনু হত্যার সাথে জরিদ প্রকৃত দোষীদের আড়াল করতেই আসামিদের আটকে প্রশাসন বিলম্ব করছে। তারা দাবি করেন অবিলম্বে তনু হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। নয়তো প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কঠোর অন্দোলনে যেতে বাধ্য হবে।

মানব বন্ধন কর্মসূচিতে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী লিমন, অনিক, রাসেল, ফারুক, পারভেজ, আদর, অনিক, আছলাম, হাসান, দ্বীপ, তৌকি, রাসেল, আরিফ, রিয়াদ, নাজমুলসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

About The Author

আশিক বিন রহিম

 

||আপডেট: ০২:০০  অপরাহ্ন, ২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share