মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার সকালে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা চাঁদপুর জেলা স্টেডিয়ামের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি চলাকালে স্টেডিয়ামের বাইরে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা এ সময় ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’, ‘ফাঁসি, ফাঁসি- ফাঁসি চাই, তনুর হত্যাকারির ফাসি চাঁই, ‘সমাজকে নিরাপদ করো, আমার- বোনকে রক্ষা করো’ এমন সব স্লোগান সম্বলিত প্লেকার্ড বুকে ঝুলিয়ে তনু হত্যার বিচার দাবি করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে তনু হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির আওয়তায় আনা হোক।
নয়তো সমগ্র বাংলাদেশে ছাত্রসমাজ কঠোর অন্দোলনে নামতে বাধ্য হবে।
মানব বন্ধন কর্মসূচিতে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিজভি, তানজিল, মুন্না, রাহাত, বিথি, ওমর, রবিন, রাকিব, আসলাম, তানজিলসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
: আপডেট ০৪:৩৯ পিএম, ২৬ মার্চ ২০১৬, শনিবার
ডিএইচ