তনু হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীদের মানবন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার দাবিতে শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের অঙ্গীকারের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভিবিন্ন কলেজের শিক্ষার্থীসহ সচেতন মহল।

হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অঙ্গীকারের পাদদেশে সম্মুর্খে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে।

বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এসব কর্মসূচি পালন করা হয় এবং সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলোর বন্ধুসভা। এসময় বক্তারা শিগরিই তনু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

About The Author

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

: আপডেট ০৫:০ এএম, ২৬ মার্চ ২০১৬, শনিবার

ডিএইচ

Share