কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্য কর্মী সোহাগী জাহান তনু হত্যার আজ সোমবার (২০ জুন) তিন মাস পূর্ণ হয়েছে।
তনুর মা আনোয়ারা বেগম সেনাবাহিনী নজরদারীতে রয়েছে বলে অভিযোগ করেছেন । তনু হত্যাকান্ডের দ্রুত বিচার দাবিতে কুমিলায় গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান কালে তনুর মা এ সব কথা বলেন।
এ সময় তনুর মা বলেছেন, ‘‘আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমার মেয়ে সোহাগী জাহান তনু সেনানীবাস এলাকায় হত্যার শিকার হয়েছে, এটি সত্য। হত্যাকারীদের বিচার দাবিতে আমরা কথা বলি। ’’
আমার মেয়ে হত্যাকারীদের আটকের ব্যাপারে কারো কোনো মাথা ব্যাথা নেই, অথচ আমাদের কড়া নজরে রাখা হচ্ছে। তিনি আরো বলেন, ‘‘ আমরা কোথায় যাই, কি করি, কি বলি, কার সাথে কথা বলি সবই নজরদারীতে রাখেন সেনাবাহিনী।’’
২০ জুন সোমবার দুপুরে নগরীর পূবালী চত্তরের সামনে ঘন্টা ব্যাপি এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই আনোয়ার হোসেন গণজাগরণ মঞ্চের এ কর্মসূচিতে যোগ দিয়ে এ বক্তব্য দেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট ৯:৪৫ পিএম,২০ জুন ২০১৬,সোমবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur