মতলব উত্তর

তথ্য অধিকার আইনে বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হবে: তথ্য কমিশনার

চাঁদপুর মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ জানুয়ারি)সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি।

এসময় তথ্য কমিশনার বলেন,‘তথ্য অধিকার আইনে আমাদেরকে বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রের ক্ষতি হবে বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন তথ্য ছাড়া। এই আইনের দ্বারা জনগণকে ক্ষমতা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন,‘নির্দিষ্ট ফরমে আবেদন করার ক্ষেত্রে জনগণ সকল তথ্য পাবেন। সেক্ষেত্রে ২০ কর্মদিবসের মধ্যে তথ্য পাবেন। এসময় তিনি তথ্য অধিকার আইন সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।’

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এডিসি শওকত ওসমান, সিনিয়র সহকারী সচিব হেদায়েত উল্লাহ, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ওসি মোঃ কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সরকারি দপ্তরগুলোর সকল কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:কামাল হোসেন খান
২৮ জানুয়ারি,২০১৯

Share