মো. কামাল হোসেন খান, মতলব উত্তর (চাঁদপুর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) এমপি বলেছেন, ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে অনেক কাজ এখন সহজ হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তির ব্যাপারে খুবই আগ্রহী। তাই সরকারের এমন কোনো লোক নেই যে তিনি তথ্যপ্রযুক্তি বা টেকনোলজি সর্ম্পকে জানেন না। আজ বাংলাদেশকে বিদেশীদের কাছে খুব বেশি হাত পাততে হয় না। কারণ আমরা আজ দেশে অনেক স্বাবলম্বী। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ায় এর সুফল দেশের প্রতিটি জনগণ ভোগ করছে। এখন জনসাধারণ ঘরে বসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের বাইরে থাকা সন্তানদের সাথে যোগাযোগ এবং সারাবিশ্বের খোঁজখবর নিতে পারছে খুব সহজেই। যা কিনা আগে কল্পনার বাইরে ছিলো। কিন্তু শেখ হাসিনার সরকার তা বাস্তবায়ন করে দেখিয়েছে। এতেই প্রমাণ করে আওয়ামী লীগের পক্ষে সব কিছুই সম্ভব।’
মতলব উত্তর উপজেলার মোহনপুরে (মন্ত্রীর বাসভবনে) উপজেলা বিভিন্ন ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের সেবাদানকারীরা সৌজন্য সাক্ষাতে এলে তিনি তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, পিআরও ওমর ফারুক, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ও মাথা ভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী বাবুল, মতলব উত্তর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ আইয়ুব আলী গাজী, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ও কালিপুর স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি একেএম সফিক উল্ল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, মন্ত্রীর পিএস বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম সরকার ইমন, মতলব উত্তর উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম জমাদার, আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন চৗধুরী, মোঃ মিজানুর রহমান কাজী, মতলব দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র হাজ্বী রুহুল আমিন মোল্লা, সাদুল্যাপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।
শনিবার, ১৩ জুন ২০১৫ ১২:৩০ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।