Home / চাঁদপুর / তথ্যগত বিভ্রান্তি ও বিকৃত করে সংবাদ প্রকাশ থেকে সকলেরই বিরত থাকা উচিত : জেলা প্রশাসক
তথ্যগত বিভ্রান্তি ও বিকৃত করে সংবাদ প্রকাশ থেকে সকলেরই বিরত থাকা উচিত : জেলা প্রশাসক

তথ্যগত বিভ্রান্তি ও বিকৃত করে সংবাদ প্রকাশ থেকে সকলেরই বিরত থাকা উচিত : জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল-এর সাথে চাঁদপুর টাইমস পরিবারের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে অংশগ্রহণ করেন চাঁদপুর টাইমস-এর সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, প্রধান সম্পাদক মিজানুর রহমান রানা, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘‘বর্তমান যুগ ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তির যুগ। এই যুগে যারাই তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকবে তারাই অগ্রগামী হয়ে দেশকে সহযোগিতার হাত বাড়িতে দিতে পারবে। আপনারা আশা করছি সেই লক্ষ্য নিয়ে সুষ্ঠু সাংবাদিকতায় এগিয়ে এসে সমাজ, জাতি ও দেশ গঠনে এগিয়ে আসবেন।”

এছাড়া তিনি আরো বলেন, “তথ্যগত বিভ্রান্তি অথবা বিকৃত করে কোনো সংবাদ প্রকাশ থেকে সকলেরই বিরত থাকা উচিত।”

সাবেক জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন-এর হাত ধরে ‘চাঁদপুর টাইমস’-এর পথচলা শুরু হয়েছে জানতে পেরে, তাঁর ভূঁয়সী প্রশংসা করেন এবং অতীতের ন্যায় তিনিও চাঁদপুর টাইমসকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর টাইমস পরিবারের সদস্যরা।

স্টাফ করেসপন্ডেন্ট ||আপডেট: ০৭:৪৫ পিএম,১২ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫