Home / জাতীয় / ঢাবি বঙ্গবন্ধুকে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে
BANGA-BANDHU-...
ফাইল ছবি

ঢাবি বঙ্গবন্ধুকে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড.মো আখতারুজ্জামান।

তিনি বলেন,`বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হলেও আমরা এটিকে এখনো আনুষ্ঠানিকভাবে বলিনি। আমরা হয়ত মুজিব বর্ষে অর্থাৎ ২০২০ সালে বঙ্গবন্ধুকে এ ডিগ্রি প্রদান করার চিন্তা ভাবনা করেছি। বিশ্ববিদ্যালয় আচার্য এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিবেন।’

তিনি বলেন,`বঙ্গবন্ধু যেহেতু আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন তাই আমরা তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। একাডেমিক কাউন্সিলে ইতিমধ্যে এ বিষয়ে নেয়া হয়েছে সিদ্ধান্ত।’

প্রসঙ্গত,বাংলাদেশ সরকার ২০২০ ও ২০২১ সালকে মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা কক্ষ, ৮ ডিসেম্বর ২০১৯