সারাদেশ

ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবস্থাপনায় থাকবেন ৫২৮০ সেনা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় সেনাবাহিনীর ৫ হাজার ২ শ ৮০ জন সদস্য থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

রোববার ২৯ ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, দু’সিটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ইভিএম ছাড়াও ৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। আমাদের সকল প্রকার প্রস্তুতি নেয়া আছে। যাতে প্রার্থীরা সন্তুষ্ট থাকতে পারে,সে ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে।’

রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে বিতর্ক থাকলে পরীক্ষামূলক ভোটে সার্বিক ব্যবস্থা দেখতে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন,‘প্রতি কেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টের জন্য দুজন করে সেনা সদস্য থাকবেন।’

বার্তা কক্ষ , ২৯ ডিসেম্বর ২০১৯

Share