Sunday, May 31, 2015 12:47:23 AM
বিনোদন ডেস্ক :
ঢাকা মাতিয়ে গেলেন জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। শনিবার রাতে বসুন্ধরা কনভেশন সেন্টারে হাজির হয়ে দর্শক মাতিয়ে গেলেন এ সুন্দরী। এসময় বেশ কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করেন তিনি।
এর আগে লাক্সের প্রচারণার অংশ হিসেবে শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।
বসুন্ধরা কনভেশন সেন্টারের পুরো আয়োজনটি ছিলো দু`ভাগে ভাগ করা। প্রথমে ছিল দীপিকাকে নিয়ে লাক্সের প্রডাক্ট ক্যাম্পেইনের অনুষ্ঠান। এরপর এক্সক্লুসিভ আয়োজন।
দীপিকা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন তিন শীর্ষ লাক্স সুন্দরী মডেল-অভিনেত্রী। তারা হলেন- শানারেই দেবী শানু, বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরী।
উল্লেখ্য, বলিউডের অন্যান্য জনপ্রিয় তারকারা ঢাকায় আসলেও বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের ঢাকা সফর এটাই প্রথম।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur