ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে ফরিদগঞ্জের মুরাদ হোসাইন

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফনিসাইর গ্রামের নুরুল আমীন মাষ্টারের ছেলে মো. মুরাদ হোসাইন। গত ২৬ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক শেখ ওয়ালী আশিফ ইনান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি এবং সাধারণ সম্পাদক সজল কুন্ডু যৌথ স্বাক্ষরিত পত্রে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে কর্মসৃচি ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফরিদগঞ্জের মো. মুরাদ হোসাইন।

মো. মুরাদ হোসাইন ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং থেকে অনার্স এবং মাস্টার্স পড়াশোনা শেষ করেন। দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির কর্মসৃচি ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পেয়ে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং মহানগর ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ এপ্রিল ২০২৪

Share