ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে শনিবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান এ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের গত ৫ ফেব্রুয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া তিনি আগামী ১৯ এপ্রিল পবিএ ওমরাহ শেষে দেশে ফেরার কথা রয়েছে বলেও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরো বলেন, সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur