হাইমচর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও বিভিন্ন কলেজে অধ্যয়নরত হাইমচরের শিক্ষার্থীদের সুসংগঠিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের সভাপতি হিসেবে রাসেল শ্রাবণ ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সাকিব মনোনিত করা হয়।

বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি চাকরি, বিসিএস ক্যাডারের মতো ভালো জায়গায় হাইমচরের মেধাবী শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ডুসাহর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ)’র কমিটি গঠন অনুষ্ঠানে ডুসাহ’র আহŸায়ক মোঃ মহিউদ্দিন বাবরের সভাপতিত্বে ও রাসেল শ্রাবনের পরিচালনায় বক্তব্য রাখেন ডুসাহ’র নেতৃবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ)’র পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি- আব্দুর রহমান, সামাদ, যুগ্ম-সাধারন সম্পাদক- মাহমুদুল হাসান লিখন, রুবেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক- হক রাফি, ইমরান, দপ্তর সম্পাদক- আবু রায়হান, প্রচার সম্পাদক- মোঃ দাদন, সদস্য- মোহাম্মদ হাফিজ, মোঃ কামরুল হাসান।

Share