জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাবি ক্যাম্পাস পরিদর্শন করে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহসহ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৬ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur