ঢাকা জেলের বন্দিপ্রতি ইফতারে বরাদ্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮ কারাগারে আটক বন্দিপ্রতি ইফতারে ২০.৬৪ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

আর ডিভিশনপ্রাপ্ত (ভিআইপি) বন্দীর জন্য আরো চার টাকা বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ২৪.১১ টাকা। তবে সরকারি বরাদ্দের পাশাপাশি ‘কুক ফুড’ তৈরি করতে যেসব দ্রব্য লাগছে সেগুলো কারা কর্তৃপক্ষের তরফ থেকে দেয়া হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতিদিন দুপুর ১২টার পর থেকে শুরু হয় সোয়া সাত হাজার বন্দীর ইফতার তৈরির কার্যক্রম।

নিউজ ডেস্ক : আপডেট ৪:৫৪ পিএম,১৪ জুন ২০১৬, মোঙ্গলবার

এইউ

Share