রাজনীতি

পবিত্র হজ পালনের জন্য ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার(৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া জেদ্দার উদ্দেশে যাত্রা করেন।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে হজ পালন করতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সচিব আব্দুস সাত্তারসহ ১০ সফর সঙ্গী রয়েছেন। তাঁকে বিদায় জানাতে দলের বিপুল নেতাকর্মী বিমান বন্দরে হাজির হন।

এদিকে, সৌদি আরবে হজ পালনকালে খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৭:৪৮ পিএম,৭ সেপ্টেম্বন ২০১৬ বুধবার
এইউ

Share