সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট : কুমিল্লা অংশে স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে শুরু হওয়া এ যানজট দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল পর্যন্ত বিস্তৃত হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাত থেকে মহাসড়কে মুন্সিগঞ্জের মেঘনা সেতু এবং মেঘনা-গোমতী সেতু এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

মহাসড়কের কুমিল্লা অংশে যানজট তেমন পরিলক্ষিত হচ্ছে না। মহাসড়কের কুমিল্লা ১শ’ ৩ কিলোমিটারের অধিকাংশ এলাকাতেই যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকেই কোথাও যানজট, কোথাও ধীর গতিতে আবার কোথাও কোথাও থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা যায়।

এদিকে মহাসড়কের সবচে যানজট প্রবণ কুমিল্লার ময়নামতি সেনানীবাস এলাকায় আজ কোন যানজট সৃষ্টি হয়নি। রাত থেকেই এলাকটিতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয় বলে জানান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: একলাছ।

এতে সন্তেুাষ প্রকাশ করেন সাধারণ মানুষও।

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৬:৫০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share