Home / কৃষি ও গবাদি / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় প্রচণ্ড গাড়ির চাপ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় প্রচণ্ড গাড়ির চাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় প্রচণ্ড গাড়ির চাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকাসহ বিভিন্ন স্থানে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে শুক্রবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ চাপের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশসহ স্থানীয় বিভিন্ন সুত্র জানায়, ঈদুল আযহা উপলক্ষে এমনিতেই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ। ফলে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের গতি ধীর হতে থাকে। এছাড়া পদুয়ারবাজার রেলক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মান কাজের কারণে ধীর গতিতে গাড়ি পারাপার ও কোরবানির পশুবাহী ট্রাক চলাচল যানজটের সৃষ্টি হয়।

আলেখারচর থেকে সদর দক্ষিণ উপজেলার বেলতলী রাস্তার মাথা পর্যন্ত চার লেনের অসমাপ্ত অংশে যানচলাচল বন্ধ করে দেওয়ায় এই এখানে যানজট তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্ল¬া সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে চান্দিনার নূড়িতলা পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকা সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে যাত্রীদের অসনীয় দুর্ভোগে পড়তে হয়। দুপুর ৩টা পর্যন্ত মহাসড়কের এই অংশে যান চলাচল স্বাভাবিক হয়নি। হাইওয়ে ও থানা পুলিশ যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে।

 || আপডেট: ০২:০৬ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫