চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফজল খান (শাহজালাল) নামে এক ব্যক্তির ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।তিনি ১৯ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। পিতার নাম মৃত আঃ করিম খান,নওগাঁও পূর্বপাড়া খান বাড়ি।
মৃত ব্যক্তির ছেলে মোঃ সাকিব খান তাহার বাবার লাশ ২১ এপ্রিল মঙ্গলবার নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে আসে।
এই বিষয়ে মতলব দক্ষিন ইউএনও এবং টিএইচও মহোদয়দেরকে অবহিত করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম মৃত ব্যক্তির সাথে আসা সবাইকে নিরাপদ দূরুত্বে থেকে লাশ দাফন করা এবং দাফন পরবর্তী সময় পিপিই সহ আনষাঙ্গিক জিনিস পুড়িয়ে ফেলার সহ ১৪ দিনের হোম কোয়ারান্টাইন থাকার পরামর্শ দেন।
মতলবের স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে চাঁদপুর শহরস্থ তাকওয়া ফাউন্ডেশনের জিম্মাদার মুফতি সানাউল্লাহ চাঁদপুরীকে অবগত করেন।তিনি তাৎক্ষণিক হাফেজ তকি উদ্দিন, মোল্লা তাইমুল ইসলাম, হাফেজ আব্দুর রহমান, মুফতি মাকসুদুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম সাকীসহ পুরো টিম নিয়ে সন্ধ্যায় মৃত ব্যক্তির বাড়ি গিয়ে উপস্থিত হয়।
তাকওয়া ফাউন্ডেশনের লোকজন স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বাদ ইশা মরহুমের জানাজা ও দাফনের ব্যবস্থা সম্পন্ন করেন।
মতলব দক্ষিণ করেসপন্ডেট,২২ এপ্রিল ২০২০