বিনোদন ডেস্ক | আপডেট: ১০:৪২ এএম, ১৬ আগস্ট ২০১৫, রোববার
সব গুঞ্জনের ইতি ঘটিয়ে অবশেষে ঢাকা আসছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। রাজধানীর বসুন্ধরা কনভেশন হলের একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্টে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১৫ হাজার টাকা।
আয়োজক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সানি লিওনের কনসার্ট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষ করেছে বাংলাদেশের আয়োজক সংস্থাটি।
বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এ শো’টি অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।
আয়োজক সূত্রে আরো জানা যায়, সানি লিওনের পারফর্মেন্সের আগে গান গাইবেন আতিফ আসলাম। মোট ৪০০০ টিকেট-এর এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য ১৫ হাজার টাকা রাখা হয়েছে। সেই সঙ্গে সানি লিওনের নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে।
চাঁদপুর টাইমস : এআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur