সারাদেশ

ঢাকায় জাতীয় গ্রন্থকেন্দ্রের ৪ দিনের প্রশিক্ষণ কর্মশলা সম্পন্ন

ঢাকার গুলিস্থানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় জাতীয় গ্রন্থকেন্দ্রে দেশের বিভিন্ন জেলার পাঠাগার ও গনগ্রন্থারের ২৬ জন লাইব্রিয়ানদের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ৯ টায় জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (উপসচিব) একেএম রেজাউল করিমের সভাপতিত্বে ও কোর্স সমন্বয়কারী মোছাঃ হাফিজা খাতুনের সার্বিক পরিচালনায় চারদিন ব্যাপী কর্মশালায় বেসরকারি গ্রন্থাগার ব্যবস্থাপনা, পাঠসেবা, উন্নয়ন, পাঠক সৃষ্টি ও গ্রন্থাগারের আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

গ্রন্থাগারীকদের প্রশিক্ষণ ক্লাশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাসির উদ্দীন মুন্সি, প্রফেসর মোঃ রফিকুজ্জামান, গ্রন্থাগার বিশেষজ্ঞ কাজী আব্দুল মাজেদ, বাংলাদেশ শিশু একাডেমির শিশু সাহিত্যিক সুজন বড়–য়া, জাতীয় গ্রন্থ কেন্দ্রের উপ-পরিচালক সুহিতা সুলতানা, উপ গ্রন্থাগারীক মোঃ ফরিদ উদ্দীন সরকার, জাতীয় গ্রন্থকেন্দ্রের সিনিয়র কর্মকর্তা মোঃ গোলাম নবী হাওলাদার, রাজস্ব বিভাগের অডিট অফিসার মোঃ আব্দুর রব ও আর্কাইভস ও গ্রন্থার অধিদপ্তরের রেজিস্ট্রার অব কপিরাইট জাফর রাজা চৌধুরী।

সমাপনীর শেষ দিনে বৃস্পতিবার দুপুরে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র ও বই সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (উপসচিব) একেএম রেজাউল করিম।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু

Share