Home / চাঁদপুর / ঢাকায় চাঁদপুরের ইলিশ মেলার আয়োজন করবো : জেলা প্রশাসক
ঢাকায় চাঁদপুরের ইলিশ মেলার আয়োজন করবো : জেলা প্রশাসক

ঢাকায় চাঁদপুরের ইলিশ মেলার আয়োজন করবো : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘ঢাকায় রেডিসন কিংবা সোনারগাঁও হোটেলে ইলিশ মেলার আয়োজন করবো। বিষয়টি কেবিনেটকে জানিয়েছি। ইলিশ মেলায় ৩০ রকমের ইলিশ মাছ খাওয়াবো। দেশের সচিব, জাতীয় মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজ, শিল্পী, চাঁদপুরের সুধীজনকে আমন্ত্রণ জানানো হবে। ইলিশ মেলায় চাঁদপুরের ইলিশ এবং ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে তুলে ধরা হবে।’

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৩ টায় চ্াঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর জেলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘ চাঁদপুর সিটি অব হিলশা ব্র্যান্ডিং হয়েছে। এটি নিয়ে টুরি‌্যজম বাস্তবায়ন করা গেলে চাঁদপুর বিকশিত হবে। চাঁদপুরের অর্থনৈতিক উন্নতি ঘটবে। দেশের মানুষকে অবকাশ যাপনে বিদেশ যেতে হবে না, চাঁদপুরই হবে অবকাশ যাপনের জায়গা।’

তিনি আরো বলেন, ‘চাঁদপুরের ডাকাতিয়া নদী কোথাও নেই। আমরা চাঁদপুর জেলা ব্র্যান্ডিং করার জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছি । এ জন্য জেলা ও উপজেলা পর্যায় কমিটি কাজ করছে। আপনাদের সহযোগিতায় যে কোনো মুল্যে ব্র্যান্ডিং জেলা উদ্যোগ বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসকের কাজ হলো উজ্জীবিত করা। সবাইকে কাজ করতে হবে । এ ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে ।’

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান,চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড.প্রফেসর এ এস এম দোলোয়ার হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মজিবুর রহমান,

মতলব ইউএনও মফিজুল ইসলাম,ফরিদগঞ্জ ইউএনও জয়নাল আবেদীন, কচুয়া ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর, সাবেক সভাপতি অ্যাড. মো. জহিরুল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. সফিকুর ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম, চাঁদপুর পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো.সাজ্জাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী গোলাম মোস্তাফা বাবু, প্রাক্তন সেক্রেটারী মো. মনির আহমেদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর চেম্বারের প্রতিনিধি মো. জামাল হোসেন, কমিউিনিটি পুলিশের প্রতিনিধি শাহেদুল হক মোর্শেদ প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ০৮ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply