চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ঢাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুই রাকা’ত ওয়াজিব নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ জন্য রাজধানীতে ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় :
ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা জালালুদ্দিন আল কাদেরীর এ নামাজে ইমামতি করার কথা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইতোমধ্যে ঈদের প্রধান জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনৈতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন।
তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মুকাররমে পাঁচটি জামাত :
বায়তুল মুকাররম মসজিদে সকাল ৭টা থেকে শুরু হয়ে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এর পর ৮টায় দ্বিতীয় জামায়াত, ৯টায় তৃতীয় জামাত, চতুর্থ জামায়াত ১০টায় ও সর্বশেষ পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে।
সংসদ ভবনের জামাত ৮টায় :
সকাল ৮টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহে জামাত ৮টায় :
গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। কিন্তু প্রতিকূল আবহাওয়া থাকলে সাড়ে নয়টায় দ্বিতীয় একটি জামাত হবে।
রাজারবাগ পুলিশ লাইনে তিনটি জামাত :
রাজারবাগে পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে ঈদুল ফিতরের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৮টায়, দ্বিতীয় জামায়াত ৯টায় ও ১০টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামায়াত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামায়াত :
ঈদুল ফিতরের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে ও শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
বুয়েট খেলার মাঠে ঈদের জামাত পৌনে আটটায় :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে সকাল পৌনে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে ৮টায় বুয়েটের কেন্দ্রীয় মসজিদে এ জামাত হবে।
অন্যান্য ঈদ জামাত :
মিরপুর ১২ নম্বর সেকশনের এ-ব্লকের হারুন মোল্লাহ্ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে পৌনে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ধানমন্ডি ঈদগাহ ময়দান, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৮টায় জামাত হবে গেন্ডারিয়া ধূপখোলা ময়দান, কারওয়ান বাজারের আম্বরশাহ শাহি জামে মসজিদ, এলিফ্যান্ট রোডের এ্যারোপ্লেন মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লক ঈদগাহ মাঠ, নয়াপল্টন জামে মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুর বাবর রোডের বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদ, মালিবাগের আবুজর গিফারী কলেজ মাঠে, দারুস সালামের মীরবাড়ি আদি (মাতবর বাড়ি) জামে মসজিদ ও বংশাল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বড় জামে মসজিদ কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে।
তবে বৃষ্টি হলে বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফ, কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফরম, মিরপুর-৬ নম্বর সেকশনের কেন্দ্রীয় জামে মসজিদ, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজির মাঠে, মশুরীখোলা শাহ্ সাহেব বাড়ি জামে মসজিদ, কলাবাগানের বশিরউদ্দিন রোডের জামে মসজিদ, লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়াতে প্রথম জামাত সকাল ৯টায় ও দ্বিতীয়টি ১০টায় অনুষ্ঠিত হবে। মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি ৮টায়।
মিরপুর ১১ নম্বর সেকশনের সি-ব্লকের মসজিদ বাইতুল ফালাহ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় হবে। মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় প্রথম জামাত হবে সকাল ৮টায় ও দ্বিতীয়টি ৯টায়। রসুলবাগ জামে মসজিদে (দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি) প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
আপডেট : বাংলাদেশ সময় : ০৯:৩৫ অপরাহ্ন, ০২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ১৭ জুলাই ২০১৫
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি