Home / সারাদেশ / ঢাকায় এডিবির প্রেসিডেন্ট তাকিহিক নাকাও
ঢাকায় এডিবির প্রেসিডেন্ট তাকিহিক নাকাও

ঢাকায় এডিবির প্রেসিডেন্ট তাকিহিক নাকাও

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিক নাকাও দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল সোমবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান।

তার এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। এডিবির ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা গোবিন্দ বার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানিয়েছেন, এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশে এডিবির অর্থায়নে বিদ্যুৎ, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো এবং রেল যোগাযোগ খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শন করবেন।

বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে এডিবি অন্যতম। আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।

এর আগে গত ১৭ জানুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সভায় যোগ দিতে ঢাকায় আসেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।

উল্লেখ্য, এডিবি বাংলাদেশে ১৯৮২ সালে প্রথম মাঠ পর্যায়ে কার্যালয় স্থাপন করে। এ পর্যন্ত এডিবি প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ, মঞ্জুরি এবং কারিগরি সহযোগিতা দিয়েছে।
(কালের কন্ঠ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১:০৫ পি.এম ২৭ ফেব্রুয়ারি২০১৮মঙ্গলবার।
এএস.