ঢাকায় আসছেন হৃতিক : টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নতুন আসরের উদ্বোধনী দিনে জমকালো এক কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে নৃত্য পরিবেশন করতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড সুপারহিরো হৃতিক রোশন।

এরই মধ্যে শুরু হয়ে গেছে অনুষ্ঠানটির টিকিট বিক্রি। অনলাইনে ইজি ডটকম থেকে কেনা যাচ্ছে এগুলো। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের জন্য ২ হাজার টাকা ও গোল্ড টিকিটের জন্য গুনতে হবে ১০ হাজার টাকা।

আগামী ২০ নভেম্বর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের তার সাথে আরো মঞ্চে দেখা যাবে তিন দেশের তারকাদের পরিবেশনা। ভারত থেকে হৃতিকের পাশাপাশি আসবেন কণ্ঠশিল্পী কেকে। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ অংশ নিবেন নাচে।

আর বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন মমতাজ, এলআরবি ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। এ ছাড়া বিপিএলের থিম সং ‘এই দেশেতে ষোল কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনা’ পরিবেশন করবেন কনা, কোনাল ও তাসনুভ নেওয়াল রহমান।

২০ নভেম্বর বিকেল ৩টায় খোলা হবে স্টেডিয়ামের মূল ফটক। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে চ্যানেল নাইন।

নিউজ ডেস্ক ||আপডেট: ০৭:৪৪ পিএম, ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর

Share