ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ২০২৫-২০২৭ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতি ও সম্মতিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফোরামের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক এনটিভির চিফ অব করেসপন্ডেন্ট সফিক শাহীন ও সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
চাঁদপুরের মানুষকে বন্ধনে দৃঢ় করবে আশা প্রকাশ করে মো. মাহবুব-উল-আলম বলেন, ‘চাঁদপুরের মানুষ সবসময় সৃজনশীল– চিন্তায়, কর্মে ও মননে। তাদের সে সৃজনশীলতা শুধু চাঁদপুর নয়, সারাদেশের কাছে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে। এই ফোরামের মাধ্যমে আমাদের চাঁদপুরের উন্নয়নে একসাথে কাজ করতে হবে, যাতে চাঁদপুরের মর্যাদা বৃদ্ধি পায়।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনূছ উল্ল্যাহ, এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর খানসহ ফোরামের সদস্যরা। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দ্বি-বার্ষিক সাধারণ সভার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দৈনিক আমার দেশ–এর বিশেষ প্রতিনিধি নোমান সেলিম। এসময় উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারকে সভাপতি, সফিক শাহীনকে সাধারণ সম্পাদক ও মাজহারুল হক মান্নাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ও সালেহ বিপ্লব। পূর্ণাঙ্গ কমিটির শিগগিরই ঘোষণা করা হবে।
কমিটির নাম ঘোষণার পর সদ্য সাবেক সভাপতি মিজান মালিকসহ ফোরামের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সকল সদস্যকে নতুন কমিটিকে কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করার আহ্বান করেন।
স্টাফ করেসপন্ডেট,২০ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur