রাজধানীর ঢাকা শহরে বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সমিতি ঢাকা’র ৩০তম ত্রি-বার্ষিক সাধারন সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন শনিবার সমিতির কার্যালয় ঢাকার মালিবাগ চাঁদপুর ভবনে এ ত্রি-বার্ষিক সাধারণ সভায় ১ম অধিবেশনে সদ্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ জিএম আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল। বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. মো. মকবুল হোসেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি লায়ন বেনজির আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, সফিউল আলম স্বপন, আশরাফ উদ্দিন দুলাল, যুগ্ন সম্পাদক শরীফ হোসেন পাটোয়ারী, কোষাধ্যক্ষ আরিফ উল্যাহ সরকার, সাংগঠনিক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জি. সফিকুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পদাক মতিউর রহমান, সদস্য নির্মল গোস্বামী, খোরশেদ আলম খুসু, অ্যাড. শহীদ উল্লাহ, ইসমাইল হোসেনসহ আরো অনেকে।
২য় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা দেয়া হয়। কমিটির নয়া সভাপতি মো. সফিউল আলম স্বপন এবং সাধারন সম্পাদক পদে পুনরায় আলহাজ¦ জি.এম আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, কোষাধ্যক্ষ আলহাজ¦ মো. শরীফ হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, আলহাজ¦ মো. আরিফ উল্যাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল কাদের হাওলাদার, আশরাফ উদ্দিন পাটোয়ারী দুলাল, মিসেস মনজুমা হোসেন ও মো. ইফতেখাইরুল হক। যুগ্ন- সাধারন সম্পাদক পীরজাদা শাহ মুহাম্মদ কুদ্দুস, বিল্লাল হোসেন সাগর, এসএম মতিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন পাটোয়ারী। সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহ আলম, সহ-প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পদাক মো. তাজুল ইসলাম মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল এহছান নেয়ামত, আইন বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পদাক বীর মুক্তিযোদ্ধা আবু তাইহিদ মজুমদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী শামছুল হক ভূঁইয়া, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পদাক ইয়াহিয়া সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম হেদায়েত উল্যাহ মানিক, ধর্ম বিষয়ক সম্পদাক আলহাজ¦ আব্দুল আহাদ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন জাহান চৌধুরী শেফালী, কার্য নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, লায়ন বেনজীর আহমেদ, বাবু নির্মল গোস্বামী, মো. নাজমুল আহসান, রুহুল পাটোয়ারী, ব্যারিস্টার জুয়েল সরকার, মো. মনোয়ার হোসেন শেখ, খোরশেদ আলম খুশু, এ্যাড. ছিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান জাহাঙ্গীর, ড. লোকমান হোসেন, মো. মফিজুর রহমান খাঁন বাবু, মো. ফিরোজ শাহ মুনির, হেলাল উদ্দিন মিয়াজী, মো, ফয়েজ আহমেদ স্বপন, মো. হান্নান মিয়া, শাহ মুহাম্মদ এমরান, মো. মিজানুর রহমান রনি ও মো. সামসুল আলম সরকার স্বপন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur