টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি গাজী গ্রুপ চট্টগ্রাম। অন্যদিকে প্রথম তিন ম্যাচে জয়ের দেখাই পায়নি বেক্সিমকো ঢাকা। তবে শেষ দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে বলীয়ান মুশফিকুর রহীমের দল। আজ (রোববার) ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই দল।
যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুই দলের প্রথম সাক্ষাতে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল চট্টগ্রাম। সেদিন আগে ব্যাট করে ঢাকা অলআউট হয়েছিল মাত্র ৮৮ রানে। আজও একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার লক্ষ্য চট্টগ্রামের।
নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে দুইটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম। বাদ দেয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও সৈকত আলিকে। তাদের জায়গায় আনা হয়েছে বিশ্বজয়ী যুবা দলের দুই ক্রিকেটার রাকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয়কে।
অন্যদিকে সাব্বির রহমাকে দলে ফিরিয়েছে ঢাকা। বাদ দেয়া হয়েছে অফস্পিনার নাইম হাসানকে।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।
বেক্সিমকো ঢাকা একাদশ
মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, তানজিদ হাসান তামিম, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
বার্তাকক্ষ, ০৬ ডিসেম্বর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur