চাঁদপুর

চাঁদপুরের একজনসহ যেসব চিকিৎসকরা নৌকার মাঝি হতে চান

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নৌকার টিকিটে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক অর্ধশতাধিক চিকিৎসক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।

কেউবা আবার চিকিৎসক রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। তাদের প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে সফল মানুষ হিসেবে নিজেদের প্রমাণ করেছেন।

জাতীয় সংসদে আসন সংখ্যা মাত্র ৩০০ হলেও নৌকা প্রতীকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চার সহস্রাধিক নেতা। গত মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২/৩ দিনের মধ্যেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

চিকিৎসক হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য প্রাণ গোপালদত্ত (কুমিল্লা-৭), আরেক সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের পরীক্ষিত নেতা অধ্যাপক ডা. কামরুল হাসান খান (টাঙ্গাইল-৩), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (ঢাকা-৭), স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান (রাজবাড়ি-২), স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ (ময়মনসিংহ-৪), স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক (কিশোরগঞ্জ-২), আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু (মুন্সিগঞ্জ-১) মনোনয়ন চেয়েছেন।

এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি (চাঁদপুর-৩) ও সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান (জামালপুর-৪) মনোনয়ন চেয়েছেন।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান মনোনয়নপত্র কিনেছেন টাঙ্গাইল-৩ আসন থেকে। এছাড়া আরেক সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রার্থী হতে চান কুমিল্লা-৭ আসনে, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার গাজীপুরের কাপাসিয়া থেকে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান রাজবাড়ি-২ আসনে।

স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ ময়মনসিংহ-৪ আসনে, নবম জাতীয় সংসদে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান জামালপুর-৪ আসনে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনে (তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য)।

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক কিশোরগঞ্জ-২ আসনে, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু মুন্সিগঞ্জ-১ আসনে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর আলম টাঙ্গাইল-৮ আসনে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসনে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সাতক্ষীরা-৩ আসনে, ডা. আমজাদ হোসেন দিনাজপুর-৪ ও ডা. হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র কিনেছেন।

প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।- (জাগো নিউজ)

বার্তা কক্ষ

Share