ঢাকার দোহার উপজেলায় ফজরের নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গেলে তিন যুবক এসে হঠাৎ গুলি করে চলে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৫)।
এরপর গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত বিএনপির নেতা হারুন মাস্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
বুধবার সকাল ৬টায় বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
হারুন মাস্টারের ভাতিজা মো. শাহিন জানান, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হয়। এ সময় তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের নুসরাত তারিন বলেন, তার মাথা, ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছু দিন যাবত নয়াবাড়ীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই জেরে ঘটছে কি না খতিয়ে দেখতে হবে।
এছাড়া স্থানীয় বালু ব্যবসা নিয়েও টানাপোড়েন আছে বলে একাধিক সূত্রে জানা যায়।
এদিকে খবর পেয়ে দোহার থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur