মতলব পৌরসভাধীন ১১৭ নং ঢাকিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান। ৬ ডিসেম্বর সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মোখলেসুর রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মামুন অর রশিদ, সমাজসেবক বিজয় মৃধা কামরুজ্জামান সহ স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষাজীবন এর প্রথম ধাপ। তুমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিশ্বের দরবারে মাথা তুলে দাড়া করাতে হবে। এসময় তিনি আরো বলেন শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তিনি সহায়তা করতে প্রস্তুত। স্কুলের উন্নয়নে প্রতিশ্রুতি দেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur