চাঁদপুরের কচুয়ার জলা-তেতৈয়া গ্রামে মোবারক হোসেন নামের এক ব্যক্তির জমির চারপাশে থাকে অর্ধশতাধিক বনজি গাছ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ডিসেম্বর) ভোর রাতে শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
জমি ও পুকুর মালিক তেতৈয়া গ্রামের অধিবাসী মো. মোবারক হোসেন জানান, প্রায় ১০ বছর আগে জমি ক্রয় করে, মাটি ভরাটের পর নতুন বাড়ীতে গাছ রোপন ও মাছ চাষ করে আসছেন তিনি। ঘটনার দিন রাতে শত্রুতার জের ধরে প্রায় অর্ধশত গাছ পুড়িয়ে দেয় দুর্বত্তরা। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
অপর দিকে একই এলাকার মো. সামছুল হক ও মো. সফিউল্যাহ জানান, এলাকার কতিপয় দুস্কৃতিকারীরা ইতিপূর্বে ও আরো কয়েকবার পুকুরের মাছ ধরে নিয়ে গেছে এবং বর্তমানে এ নাশকতা ঘটিয়েছে। তার এর তিব্র নিন্দা ও আইনগত সহায়তা চান।
স্থানীয়রা জানিয়েছে মোবারক হোসেনের পুকুর পাড়ের গাছ পুড়িয়ে দেওয়ার সাথে জড়িত দুস্কৃতিকারীদের সনাক্ত করা হলেও, একটি মহল বিষয়টি নিয়ে ধু¤্রজাল সৃষ্টি করছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২১ ডিসেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur