আগামি ৩ ডিসেম্বরের আগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের লক্ষ্যে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে কচুয়া উপজেলাধীন ইসলামপুরে অবস্থিত ড.জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের উন্নয়ন কাজ।
এলাকার বই প্রেমী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিস্তারে অধিক চাহিদা মিঠানোর লক্ষ্যে দেশের সূর্য সন্তান, বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র জেষ্ঠ্য পুত্র ড.জালাল আলমগীরের নামে অ্যাড.হেলাল উদ্দিন এ পাঠাগারটি প্রতিষ্ঠা করেন।
জানাগেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র আন্তরিক প্রচেষ্টায় সরকারি অর্থায়ানে এ পাঠাগারটি ২০১৬ সালের ১৪ নভেম্বর চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক মো. আব্দুস সুবর মন্ডল নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ৩তলা বিশিষ্ট অত্যাধুনিক এ ভবনটির নিচতলায় বই পড়ার পাঠাগার, দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাব, প্রশিক্ষণ ও তৃতীয় তলায় নারীদের মাঝে সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম পরিচালিত হবে।
চাঁদপুর জেলা পরিষদের সরকারি অর্থায়নের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও পাঠাগারটির নির্মাণ কাজ প্রায় ৭০% শেষ হয়েছে।
পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন বলেন, ‘পাঠাগারটি দেশের একজন গুণী ব্যাক্তির নামে প্রতিষ্ঠা করতে পেরে আমি ব্যক্তিগত ভাবে আনন্দিত। ড. জালাল আলমগীর এভাবে আমাদের ছেড়ে চলে যাবে তা কখনো ভাবি নি। আমরা তাঁর স্মৃতিকে ধরে রাখতে কচুয়ার দক্ষিণাঞ্চলে আমার নিজ গ্রামে এ পাঠাগারটি স্থাপন করেছি।’
আশা করি ,আনুষ্ঠানিকভাবে পাঠাগারটির যাত্রা শুরু হলে বই পড়া ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজের অনেকেই উপকৃত হবে। তিনি পাঠাগারটির সুফল সবার মাঝে ছড়িয়ে দিতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
৬ নভেম্বর, ২০১৮ মঙ্গলবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur