ভারতের প্রখ্যাত ইসলামপ্রচারক ডা. জাকির নায়েককে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
আরব সূত্রগুলো জানিয়েছে, খোদ বাদশাহ সালমান উদ্যোগী হয়ে জাকির নায়েককে সৌদি নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করেন যাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তাকে গ্রেফতার করতে না পারে।
গত মাসে ভারতীয় আদালতে তার বিরুদ্ধে দ্বিতীয় দফায় গ্রেফতারি পরোয়ানা জারি করা। সন্ত্রাস-সম্পর্কিত একটি মামলা এবং অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
৫১ বছর বয়স্ক জাকির নায়েকের বিরুদ্ধে ঢাকার গুলশান হামলার পর অভিযোগ ওঠে। তার পিস টিভি বন্ধ করে দেওয়া হয।
ওই সময় তিনি মালয়েশিয়া সফর করছিলেন। এরপর তিনি আর ভারতে ফেরেননি। মালয়েশিয়ায় তার স্থায়ী রেসিডেন্সি মর্যাদা রয়েছে। মালয়েশিয়া সরকার তাকে পাঁচ বছর আগে ওই মর্যাদা দেয়। (সূত্র : মিডলইস্ট মনিটর)
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৩০ এএম, ২০ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur