বাংলাদেশ গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনবিদ ড.কামাল হোসেন এর সুস্থতা কামনায় চাঁদপুর শহর গণফোরামের আয়োজনে মিলাদ ও দোয়া বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাদ আছর অনুষ্ঠিত হয়েছে।
জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও শ্রমিক গণফোরামের সভাপতি শহীদ বকাউলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন জোর পুকুর পাড় জামে মসজিদের পেশ ইমাম তোফয়েল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণফোরামের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব মজুমদার, দপ্তর সম্পাদক রুহুল মতিন, যুব গণফোরামের সভাপতি নূরনবী, সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু, মহিলা গণফোরামের সভানেত্রী এডভোকেট জেসমিন, সাধারণ সম্পাদক শিল্পি বেগম, হাইচর গণফোরামের সভাপতি শাহজাহান মিয়া, ওয়ার্ড সভাপতি হাসান দর্জি, ওয়ার্ড সভাপতি স্বপন, ওয়ার্ড সভাপতি নান্নু মজুমদার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৪০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur