চাঁদপুর

পাইওনিয়ার সুপার ফুটবল লীগে ড্র করেছে চাঁদপুর ফুটবল একাডেমি

ঢাকায় অনুষ্ঠিত পাইওনিয়ার সুপার ফুটবল লীগে বাংলাদেশ স্পোর্টসের সাথে ১-১ গোলে ড্র করেছে চাঁদপুর ফুটবল একাডেমি।

শনিবার (১০ জুন) দুপুরে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চাঁদপুর ফুটবল একাডেমির সবুজ। চাঁদপুর দলটি আগামী (১২ জুন) বিক্রমপুর একাদশের সাথে সুপার লীগের ৩য় ম্যাচে অংশ গ্রহণ করবে। আর ওই খেলার জয়-পরাজয়ের উপরই নির্ভর করবে সেমিফাইনালে চাঁদপুর ফুটবল একাডেমির টিকে থাকা না থাকা।

চাঁদপুর ফুটবল একাডেমি এই প্রথমবারের মতো ঢাকায় পাইওনিয়ার ফুটবল লীগে অংশ গ্রহণ করে। দলটি প্রথমার্ধে ৬ দলের সাথে জয়লাভ করে সুপার লীগে উঠে।

চাঁদপুর সুপার লীগের প্রথম খেলায় গত বৃহস্পতিবার নাসির স্পোটিং ক্লাবের সাথে ১-০গোলে হেরে যায়। চাঁদপর দলকে যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে সামনের দু’টি ম্যাচে তাদেরকে জয়লাভ করতে হবে । আর ওই দুটি ম্যাচ জয়লাভ করতে পারলেই প্রথম বারের মতো অংশ নিয়ে চাঁদপুর ফুটবল একাডেমী পাইওনিয়ারের সেমিফাইনালে খেলতে পারবে ।

চাঁদপুর ফুটবল একাডেমির তত্ত্বাধায়নে রয়েছেন প্রধান কোচ ইউছুফ বকাউল, সহকারী কোচ টুটুল চক্রবর্তী, একাডেমির সভাপতি নুর হোসেন নুরু, সাধারণ সম্পাদক তাইজউদ্দিন বকাউল, সাংগঠনিক সম্পাদক রিপন পাটওয়ারী, টিম ম্যানেজার মুজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক হানিফ বকাউল।

চাঁদপুর ফুটবল একাডেমির অংশ নেয়া খেলোয়াড়রা হলেন, মো. শামীম হোসেন, নাবিল হোসেন সাইম, মো. ছাব্বির গাজী, ইমাম হোসেন রিয়াদ, আমির হামজা, আল নাফি সিয়াম, আরিফ মোল্লা, সিয়াম বকাউল, আব্দুল্লাহ আল হিসাম, সজিব, সাকিব হোসেন, শুভ্রত দাস, ইমাম গাজী রিংকু, ইমরান,আসিফ ভুইয়া, রাজন চৌধুরী, সাকিব কাজী, রাহুল গাজী, ইমাম গাজী, শাহাদাত হোসেন সাগর ও মাইনুল হাসান জোবায়ের।

প্রতিবেদক-আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সম ১০ : ১১ পিএম , ১০ জুন ২০১৭, শনিবার
এইউ

Share