শাহরাস্তিতে অবৈধভাবে বালি উত্তোলন করায় ড্রেজার বন্ধ

শাহরা‌স্তি উপ‌জেলার ডাকা‌তিয়া নদীর খিলা ও ঘুঘুরচপ অং‌শে অ‌বৈধভা‌বে ড্রেজার মে‌শিন দ্বারা বা‌লি উ‌ত্তোলন করার কার‌ণে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।

৫ মে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রেজার মা‌লিক‌কে ঘটনাস্থলে না পাওয়ায় ড্রেজা‌রের পাইপ ভে‌ঙ্গে নষ্ট ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

ডাকা‌তিয়া নদীর শাহরা‌স্তির অং‌শে অ‌বৈধ ভা‌বে/ অনু‌মোদন‌বিহীন ড্রেজার স্থাপন এবং বা‌লি উ‌ত্তোলন কর‌লে ক‌ঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌বে।

অ‌বৈধ ড্রেজার ও বালু উ‌ত্তোলনকারী‌দের স‌ঠিক তথ‌্য উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) কে জানা‌নোর জন‌্য অনু‌রোধ কর‌ছি।মোবাইল কো‌র্টে সহায়তা ক‌রেন শাহরা‌স্তি ম‌ডেল থানার পু‌লিশ সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেট

Share