চাঁদপুরের হাজীগঞ্জে একের পর এক অবৈধ ড্রেজার ধ্বংস নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকালে উপজেলার কাপাইকাপ ও ছিলাচোঁ গ্রামে আরো দুইটি অবৈধ ড্রেজারে আগুন ধরিয়ে দেয় এবং ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সরেজমিনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত কার্যকর করেন।
অবৈধ ড্রেজারগুলো হচ্ছে দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের আবুল বাশারের ছেলে বোরাহান উদ্দিন খান (৩২)কে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস করা হয়।
এদিকে কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ গ্রামের কৃষিমাঠে ড্রেজার মালিককে না পেয়ে ড্রেজারে আগুন ধরিয়ে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, অবৈধ ড্রেজার কৃষি মাঠে চালানোর অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৪ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur