চাঁদপুরের হাজীগঞ্জে আরো দুই অবৈধ খনন যন্ত্র (ড্রেজার) জব্দ ও মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানটি রোববার উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের খোদাই বিলে পরিচালিত হয়।
জরিমানা করেন একই ইউনিয়নের চিলাচোঁ গ্রামের আবু তাহের মিজির ছেলে নোমান মিজি (৩৬) ও খিলপাড়া মজুমদার বাড়ির আলী আহম্মদ মজুমদারের ছেলে স্বপন মজুমদার (৫৫)।
জানা যায়, বেশ কিছু দিন ধরে জেলার ঐতিহ্যবাহী খোদাই বিলে ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি নষ্ট ও জলাধার ভরাট করা হচ্ছে, যা একেবারেই অবৈধ ও নিয়মবহির্ভূত।
এ বিয়ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ইতিমধ্যে আরো চারটি অবৈধ খনন যন্ত্র জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৮ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur