হাজীগঞ্জে এক সপ্তাহে ৩টি ড্রেজার জব্দ ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে এক সপ্তাহের মাথায় তিনটি অবৈধ ড্রেজার জব্দ ও ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

গত ১৪ জুলাই উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের কৃষি মাঠে একটি ড্রেজার জব্দ ও মালিক মো. আব্দুল্লাহ্ আল নোমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে ১৩ জুলাই মঙ্গলবার পৌরসভাধীন বদরপুর গ্রামের কৃষি মাঠে ড্রেজার মেশিন জব্দ ও মালিক সিরাজ খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

৯ জুলাই উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের কৃষি মাঠের জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজারের মালিক শরিফুল ইসলাম ও জমির মালিক মো. সেলিমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

এ সবগুলো অবৈধ ড্রেজার জব্দ ও জরিমানা আদায় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার চাঁদপুর টাইমসকে বলেন, দিন দিন কৃষি জমির মাঠ কমে যাচ্ছে ভেবে সরকার অবৈধ ভাবে কৃষি জমিতে মিনি ড্রেজার প্রবেশ করলে জব্দ ও জরিমানার আইন করেছে। আমরা গত এক সপ্তাহে তিনটি ড্রেজার জব্দ ও জরিমানা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৫ জুলাই ২০২১

Share