Home / সারাদেশ / ড্যাফোডিলের ছাত্র হত্যায় বন্ধুর যাবজ্জীবন
Highcort

ড্যাফোডিলের ছাত্র হত্যায় বন্ধুর যাবজ্জীবন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেতু সরকারকে হত্যার দায়ে তাঁর বন্ধু এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেজবা উল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তা ছাড়া হত্যার আগে সেতুকে বলাৎকারের কারণে মেজবাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার দ্রুত বিচার আদালত-১–এর বিচারক শাহেদ নূরউদ্দীন এ রায় দেন। ওই আদালতের স্টেনোগ্রাফার ওলিউল ইসলাম প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর হাজারীবাগের তল্লাবাগের একটি মেসে খুন হন সেতু সরকার। তিনি ওই মেসেই থাকতেন। হত্যার আগে সেতুকে বলাৎকার করেন মেজবা।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭, রোববার
এএস