চাঁদপুর জেলার জন্য পঞ্চম ধাপে আরও ৩৭ হাজার ডোজ চীনের সিনোফার্মের টিকা এসেছে। রোববার সকালে টিকাগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা। পরে টিকাগুলো ইপিআই ভবনের কোল্ডস্টোরেজে রাখা হয়েছে।
ডা.সাখাওয়াত উল্যাহ জানান, ১০ জুলাই শনিবার থেকে আবারও টিকাদান শুরু হয়েছে। পঞ্চম ধাপে আসা ভ্যাকসিন থেকে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, ৩৭ হাজার ডোজ ভ্যাকসিন থেকে ১৮ হাজার ৫০০ জনকে টিকা দেয়া যাবে।

উল্লেখ্য, চাঁদপুরে এ পর্যন্ত মোট ২ লাখ ২ হাজার ২শ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে। এর মধ্যে প্রথম ধাপে ৭২ হাজার, দ্বিতীয় ধাপে ৩৯ হাজার, তৃতীয় ধাপে ৪৪ হাজার, চতুর্থ ধাপে ৯ হাজার ৬শ ডোজ আর পঞ্চম ধাপে এলো ৩৭ হাজার ডোজ।
বার্তা কক্ষ , ১১ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur