Home / জাতীয় / সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা পৌঁছেছে
tika

সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা পৌঁছেছে

চীন থেকে কেনা সিনোফার্মের দ্বিতীয় ব্যাচের ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। শনিবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা.শামসুল হক ও ইপিআই এর প্রোগ্রাম ম্যানেজার ডা.মাওলা বক্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বিমান বন্দরে উপস্থিত থেকে সিনোফার্মের করোনা টিকার এ ভ্যাকসিন গ্রহণ করেন।

এর আগে,চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম ব্যাচের ১০ লাখ টিকা দেশে এসে পৌঁছায়। এ সময় জানানো হয়,এছাড়াও আরো ১০ লাখ টিকা ঢাকার পথে রয়েছে।

১৭ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রথম ব্যাচের ১০ লাখ এবং ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ব্যাচের ১০ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়।

সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনার চুক্তিও করেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির কেনা ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এর আগে,দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে চীন।

বার্তা কক্ষ , ১৮ জুলাই ২০২১